kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

সিরিয়ায় মার্কিন বিমান হামলা; শিশু ও নারীসহ নিহত ৪৩

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৮ ১০:১৫ | পড়া যাবে ১ মিনিটেসিরিয়ায় মার্কিন বিমান হামলা; শিশু ও নারীসহ নিহত ৪৩

সিরিয়ায় মার্কিন বিমান হামলা (ফাইল ছবি)

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী  ও শিশু।দেশটির পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা একটি  গ্রামে এ হামলা চালানো হয়।

ওয়ার মনিটর ও সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে। 

ব্রিটেনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদুররহমান জানান, আবু আল হাসান গ্রামে শনিবার ওই হামলা চালানো হয়েছে।

তিনি জানান,  ওই হামলায় ১৭ শিশু ও ১২ নারীসহ ৪৩ জন নিহত হয়েছে। তবে নিহত পুরুষরা আইএস সদস্য কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট 

মন্তব্যসাতদিনের সেরা