kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

এ কেমন বাবা!

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৮ ২২:২৮ | পড়া যাবে ১ মিনিটেএ কেমন বাবা!

ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডি টাউনশিপে বাবার অত্যাচারে নিজের সম্মান খোয়াল নাবালিকা মেয়ে। দিনের পর দিন চাপে পড়ে বাবার হাতে ধর্ষিত হতে হয়েছে তাকে। অবশেষে সাহস সঞ্চয় করে পুলিশে খবর দিতেই বাবার ঠিকানা হয়েছে জেল হাজত।

পুলিশ জানিয়েছে, ভিওয়ান্ডির পদ্ম নগরের বাসিন্দা বছর ৫০ এর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে মেয়ের সম্মান নিয়ে ছেলেখেলা করত অভিযুক্ত। তাকে রোজ রাতে ঘুমের ওষুধ খাওয়াতো। পরে ধর্ষণ করত। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে টানা একবছর ধরে এই ঘৃণ্য কাজ সে করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুধু ধর্ষণ নয়, মেয়েকে হুমকিও দিত ওই ব্যক্তি। মা বা পরিবারের অন্য কাউকে জানালে সকলকে মেরে ফেলা হবে বলে হুমকি দিত সে। তবে অবশেষে সাহস সঞ্চয় করে একবছর পরে পুলিশে অভিযোগ দায়ের করতেই ফল মিলেছে হাতেনাতে।

পুলিশ অভিযোগ পেয়েই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ ও ৫০৬ ধারায় অপরাধমূলক উদ্দেশ্য ও নাবালকদের বিরুদ্ধে যৌন নির্যাতন মূলক পকসো আইনে মামলা করেছে।

মন্তব্যসাতদিনের সেরা