kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

সিউলে ভবনে অগ্নিকাণ্ডে সাতজন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৮ ১১:০৯ | পড়া যাবে ১ মিনিটেসিউলে ভবনে অগ্নিকাণ্ডে সাতজন নিহত

ফাইল ফটো

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরো  ১১ জন।

তিনতলা বিশিষ্ট বহু পুরনো আবাসিক ভবনটিতে আজ শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির দমকল বাহিনীর তরফ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হতাহতদের অধিকাংশ শ্রমিক এবং হকার। তাদের সকলের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। তারা জীর্ণ এ ভবনের এক রুমের ছোট রুমগুলোতে মেস করে থাকতেন।

মন্তব্যসাতদিনের সেরা