kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

উৎসবের ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৮ ০৮:৩১ | পড়া যাবে ১ মিনিটেউৎসবের ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি

ফাইল ফটো

ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দিওয়ালিতে অসংখ্য আতশবাজি ও আগুন জ্বালানোর ফলে বায়ু দূষণ প্রকট আকার ধারণ করেছে। দিওয়ালির পরদিনই দিল্লির আকাশ ধোঁয়ায় ঢেকে থাকতে দেখা যায়।

বায়ু দূষণের কবলে দিল্লির অধিবাসীদের স্বাস্থ্যগত সমস্যা প্রকট। এর মধ্যে উৎসবের পর ধোঁয়াশা আরো অনেক বেশি বেড়েছে। দিওয়ালির রাতে অসংখ্য আগুন, প্রদীপ ও আতশবাজির কারণে তৈরি হয়েছে এ বিষাক্ত ধোঁয়াশা।

এর আগে বায়ু দূষণ কমাতে সুপ্রিম কোর্ট দিওয়ালিতে কেবল রাতে দু’ঘণ্টা আতশবাজির পোড়ানোর নির্দেশ দেয়। তবে সে নির্দেশ মানেনি লোকজন।

দিল্লির অধিবাসীদের জন্য এ দূষণ এক মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করেছে বলে এক টুইটে জানিয়েছে মার্কিন দূতাবাসও।

মন্তব্যসাতদিনের সেরা