kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৪৭

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৮ ০৯:৫১ | পড়া যাবে ১ মিনিটেজিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৪৭

ছবি প্রতীকী

জিম্বাবুয়েতে দুটি বাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। রাজধানী হারারের কাছে গতকাল  বুধবার একটি হাইওয়েতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে জিম্বাবুয়ের পুলিশ। পুলিশ জানায়, যাত্রীবোঝাই একটি বাস রাজধানী রাজধানী হারারে ছেড়ে রুসাপে শহরের দিকে যাচ্ছিলো। অপর দিক থেকে আসা একটি দ্রুতগামীর বাসের  সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।

দেশটির ডেপুটি ট্রান্সপোর্ট মিনিস্টার ফরচুন চাছি এ ঘটনার প্রেক্ষিতে বলেন, দেশের দুর্ঘটনা কমাতে অতি শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
 
জিম্বাবুয়েতে চলতি বছরের জুন মাসে আরেক বাস দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়। সম্প্রতি দেশটিতে সড়ক দুর্ঘটনার হার অনেক বেড়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা