kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

সাবারিমালা মন্দিরে সাংবাদিকদের ওপর হামলার আশঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৮ ১৬:১৩ | পড়া যাবে ২ মিনিটেসাবারিমালা মন্দিরে সাংবাদিকদের ওপর হামলার আশঙ্কা

কেরালার সাবারিমালা মন্দির

সোমবার রাত ১০টায় এ বছরের জন্য বন্ধ হয়ে যাবে ভারতের কেরালার সাবারিমালা মন্দিরের দরজা। পাঁচদিন ব্যাপী পূজার অনুষ্ঠান শেষ হবে আজ রাতে। আর এই সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। 

জানা গেছে, হামলার আশঙ্কায় সাবারিমালা মন্দিরে দায়িত্বরত সংবাদকর্মীদের সেই স্থান ত্যাগ করতে বলেছে পুলিশ। 

এদিকে, স্থানীয় সরকারের কাছে চিঠি লিখেছে মন্দির কর্তৃপক্ষ।চিঠিতে তারা বলেছে, এত বছর ধরে চলে আসা কোনো প্রথা যদি ভাঙা হয় তবে সাথে সাথে মন্দিরে তালা ঝুলিয়ে দেয়া হবে।

মন্দির কর্তৃপক্ষ হুমকি দিয়েছে, ৫০ বছরের কম বয়সী নারীদের মন্দিরে প্রবেশ ঠেকাতে প্রয়োজনে এই ভক্তরা আইন নিজের হাতে তুলে নিতে পারে।

শতাব্দীর পর শতাব্দী ধরে কেরালার বিখ্যাত সাবারিমালা মন্দিরে ঋতুমতী নারীর (১০ থেকে ৫০ বছর বয়স) প্রবেশ নিষিদ্ধ ছিল। স্থানীয়দের বিশ্বাস, ওই মন্দিরের উপাস্য দেবী আয়াপ্পা একজন চিরকুমারী এবং পিরিয়ড হওয়ার বয়স হয়েছে এমন সব নারী ‘অপবিত্র’।

এই বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে গত ২৮ সেপ্টেম্বর ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের দেয়া রায়ে ৫০ বছর বয়স পর্যন্ত নারী উপাসকদের প্রবেশের নিষেধাজ্ঞা বাতিল করা হয়।

সূত্র: এনডিটিভি

মন্তব্যসাতদিনের সেরা