kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

সাংবাদিক পেটানো কংগ্রেস সদস্যের প্রশংসা করলেন ট্রাম্প

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৮ ১২:৫৪ | পড়া যাবে ২ মিনিটেসাংবাদিক পেটানো কংগ্রেস সদস্যের প্রশংসা করলেন ট্রাম্প

সাংবাদিক পেটানোর দায়ে সাজাপ্রাপ্ত মার্কিন কংগ্রেস সদস্য গ্রেগ জায়ানফোর্টের প্রশংসায় মাতলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার মন্টানা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় ওই কংগ্রেস সদস্যের প্রশংসায় মেতে ওঠেন। তাঁর পক্ষে ভোটও চাইলেন। 

জায়ানফোর্ট গার্ডিয়ানের এক প্রতিবেদককে পেটানোয় গত বছর আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড, ৪০ ঘণ্টার জনসেবা, ক্রোধ সংবরণসংক্রান্ত ২০ ঘণ্টার কোর্সে অংশগ্রহণ, ৩৮৫ ডলার জরিমানা এবং আদালতের ফি পরিশোধের দণ্ড দেন। ট্রাম্প গত বৃহস্পতিবার মন্টানায় এক জনসভায় গিয়ে সেই জায়ানফোর্টের প্রশংসা করে তাঁকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে।

জায়ানফোর্টকে মন্টানার ‘অসাধারণ’ নেতা অভিহিত করে তাঁর সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি কংগ্রেসের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন।’ খানিকটা কৌতুকের স্বরে তিনি আরো বলেন, ‘যা-ই হোক, তাঁর সঙ্গে কখনো লড়তে যাবেন না।’ শুধু তা-ই নয়, ‘যে লোক কাউকে তুলে আছাড় মারে, সে আমারই মতো, আমারই লোক’, এমন মন্তব্য করতেও ছাড়েননি প্রেসিডেন্ট। জায়ানফোর্ট গত বছর মে মাসে সাংবাদিক বেন জ্যাকবকে যে পিটিয়েছেন, সেটা স্মরণ করেই ট্রাম্প মন্টানাবাসীর উদ্দেশে এ মন্তব্য করেন।

জায়ানফোর্টের সাংবাদিক পেটানোর কাণ্ডে নির্বাচনে রিপাবলিকানরা ক্ষতিগ্রস্ত হবে, এমন আশঙ্কা করেছিলেন স্বীকার করে নিয়ে ট্রাম্প বলেন, ‘তারপর আমি বললাম, এক মিনিট দাঁড়ান। মন্টানাকে আমি ভালোভাবেই জানি। আমার মনে হয়েছে, বিষয়টা তাঁর (জায়ানফোর্টের) কাজে লাগতে পারে। আর সত্যিই কাজে লেগেছিল।’ না বললেই নয়, মন্টানার নির্বাচনে জিতে গিয়েছিলেন জায়ানফোর্ট। নির্বাচনে জিতে জ্যাকবের কাছে ক্ষমাও চেয়েছিলেন এ কংগ্রেস সদস্য।

সাংবাদিক পেটানোর ঘটনায় ট্রাম্প এমন একসময় জায়ানফোর্টের প্রশংসা করলেন, যখন সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় চলছে। সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের কট্টর সমালোচক খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর থেকে নিখোঁজ। তুরস্কের তদন্তকারীদের ধারণা, নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে হত্যা করা হয়েছে।

সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা