kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

খাশোগির মৃত্যুর আশঙ্কার কথা জানালেন ট্রাম্প

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৮ ১৩:৩৬ | পড়া যাবে ২ মিনিটেখাশোগির মৃত্যুর আশঙ্কার কথা জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি সম্ভবত মারা গেছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এ বিষয়ে জানতে চায় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। পাশাপাশি ট্রাম্প বলেছেন সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৯৩২ সাল থেকে কৌশলগত সম্পর্ক রয়েছে। এখনই এ সম্পর্কের ওপর প্রভাব পড়বে না বলে ইঙ্গিত দেন ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সৌদি আরব ও তুরস্ক সফর শেষে দেশে ফেরারি ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি যুবরাজ সালমানের মিত্র ট্রাম্প এ নিয়ে কূটনৈতিক তৎপরতা চালালেও প্রথমবারের মতো খাশোগির মৃত্যুর সম্ভাবনার কথা জানালেন।
 
বৃহস্পতিবার সেই খাশোগির বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ঘটনাপ্রবাহে আমার কাছে তেমনটিই (মৃত্যু) মনে হচ্ছে। যা খুবই দুঃখজনক।
 
ট্রাম্প বলেন, আমি মনে করি সবারই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখা দরকার। কারণ ১৯৩২ সাল থেকে দীর্ঘদিন ধরে সৌদির সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক রয়েছে।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেট অফিসে প্রবেশের পর সাংবাদিক খাশোগির আর কোনো সন্ধান মেলেনি।

মন্তব্যসাতদিনের সেরা