kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

ভারতে তিতলির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৮ ০৯:৫৭ | পড়া যাবে ১ মিনিটেভারতে তিতলির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭

ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তিতলি শেষ পর্যন্ত ভারতের উড়িষ্যা রাজ্য ও সংলগ্ন এলাকায় আঘাত হানে। এতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানান।

ভারতীয় স্থানীয় সরকারের এক মুখপাত্র জানান, শক্তিশালী এ ঝড়ের আঘাতে ৩০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ রাজ্যে গত সপ্তাহে তিতলি আঘাত হানে। এ সময় ঝড়টির ঘণ্টায় সর্বোচ্চ গতি ছিল ১৪০ থেকে ১৫০ কিলোমিটার।

ঝড়ের কারণে অনেক গাছ-পালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া প্রচুর লোকজনকে বাড়িঘরও হারাতে হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা