kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

জয়ন্তর ‘আলোয় ভুবন ভরা’

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৮ ১৬:৪১ | পড়া যাবে ১ মিনিটেজয়ন্তর ‘আলোয় ভুবন ভরা’

দুর্গাপূজা উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘আলোয় ভুবন ভরা’। উপস্থাপনায় থাকবেন বিশিষ্ট অভিনেতা, গবেষক, লেখক জয়ন্ত চট্টোপ্যাধায়। এটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। 

এটি প্রচার হবে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটিতে শোনানো হবে সনাতন ধর্মের নানা ধরনের গল্প। গল্পগুলো শিশুদের নানা ধরনের নৈতিক শিক্ষা দিয়ে থাকে ও একজন আদর্শ মানুষ হিসেবে বেড়ে ওঠার প্রেরণা যোগায়। 

সেই সঙ্গে শিশুদের মনে সততা, সহনশীলতা, শ্রদ্ধাবোধের জন্ম দেয়। 

মন্তব্যসাতদিনের সেরা