kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

লোনের বিনিময়ে অনৈতিক প্রস্তাব, ব্যাংক কর্মকর্তাকে পিটুনি(ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৮ ১২:৩১ | পড়া যাবে ১ মিনিটেলোনের বিনিময়ে অনৈতিক প্রস্তাব, ব্যাংক কর্মকর্তাকে পিটুনি(ভিডিও)

লোনের বিনিময়ে অনৈতিক প্রস্তাব। এ ঘটনায় অভিযুক্ত ব্যাংক ম্যানেজারকে বেধড়ক পেটালেন এক নারী। জুতা, লাঠি, কিল, ঘুষি কোনওটাই থেকে রেহাই পাননি তিনি। সবশেষে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের দাওণগেরেতে।

সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা গেছে, ওই নারী অভিযুক্ত ব্যাংক ম্যানেজারকে কখনও লাঠি দিয়ে কখনও জুতা, আবার কখনও চড়ও মারতে থাকেন। এর পর নারী পুলিশের কাছে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। 

পুলিশ জানিয়েছে, ওই নারীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তারা আরো জানায়, ঋণ দেওয়ার নাম করে তাকে(নারী) বাড়িতে ডেকে আনেন ডিএইচএফএল ব্যাঙ্কের ম্যানেজার। 

এ ব্যাপারে ওই নারীর দাবি, তাঁকে যৌনতার প্রস্তাব দেন ওই ব্যাংক ম্যানেজার। এরপর ওই ব্যক্তিকে ঘর থেকে বের করে বেধড়ক মারতে শুরু করেন তিনি।
সূত্র: জি নিউজ

মন্তব্যসাতদিনের সেরা