kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

সোমালিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৬০

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৮ ১২:২৫ | পড়া যাবে ১ মিনিটেসোমালিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত ৬০

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ৬০ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা সকলেই জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সদস্য বলে জানা গেছে।পেন্টাগনের আফ্রিকা কমান্ড মঙ্গলবার এ কথা জানিয়েছে। 

পেন্টাগনের আফ্রিকা কমান্ড বিবৃতিতে জানিয়েছে,  চলতি বছরে সোমালিয়ায় অন্যতম বড় বিমান হামলা এটি৷ গত সপ্তাহে বিমান হামলায়  প্রায় ৬০ জন জঙ্গি  নিহত হয়। 

তারা জানায়, গত বছর নভেম্বরে বিমান হামলায় আল শাবাব গ্রুপের ১০০-রও বেশি জঙ্গি  নিহত হয়েছে। 

সূত্র:  নিউ ইয়র্ক টাইমস 

মন্তব্যসাতদিনের সেরা