kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

মার্কিন নির্বাচন : মাত্র দুই বছরে ​ট্রাম্পের তহবিলে ১০ কোটি ডলার!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৮ ১০:৩৫ | পড়া যাবে ১ মিনিটেমার্কিন নির্বাচন : মাত্র দুই বছরে ​ট্রাম্পের তহবিলে ১০ কোটি ডলার!

২০১৬ সালে নির্বাচনে জয়ের পরই দ্বিতীয় নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখন পর্যন্ত ১০ কোটি ডলার অর্থ সংগ্রহ করেছেন তিনি। মাত্র দুই বছরে তিনি এ বিপুল পরিমান অর্থ সংগ্রহ করলেন। 

ফেডারেল ইলেকশন কমিশন ফাইলিংসের (এফইসি) বরাতে এ তথ্য জানা গেছে।

ফাইলিংসের তথ্য বলছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর এই তিনমাসে নিজস্ব ক্যাম্পেইন কমিটির মাধ্যমে ১ কোটি ৮১ লাখ ডলার সংগ্রহ করেছেন ট্রাম্প। এছাড়া আরও দুটি কমিটিসহ ২০১৭ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ কোটি ৬০ লাখ ডলার সংগৃহীত হয়।

চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত তিনটি কমিটি মিলে সংগ্রহ করেছে ৪ কোটি ৬৭ লাখ ডলার। ট্রাম্পের তহবিল মূলত ক্ষুদ্র দাতাগোষ্ঠীর ওপর নির্ভর করেই এগোচ্ছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তার কমিটিগুলো যে অর্থ সংগ্রহ করেছে তার ৫৬ শতাংশই এসেছে ২০০ ডলার বা তার নিচের দান থেকে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

মন্তব্যসাতদিনের সেরা