kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

ঋণ পেতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, জুতাপেটা করেছে ওই নারী

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৮ ২২:৩১ | পড়া যাবে ১ মিনিটেঋণ পেতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, জুতাপেটা করেছে ওই নারী

ঋণ নিতে চেয়েছিলেন এক নারী। কিন্তু ঋণ পাওয়ার জন্য সেই নারীকে ওই ব্যাংক কর্মকর্তা যৌন সম্পর্কের প্রস্তাব দেন। ওই অভিযোগে প্রকাশ্যে ব্যাংকের ব্যবস্থাপককে জুতাপেটা করেছেন ওই নারী।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ঘটনার একটি ভিডিও। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়েছে, সোমবার দেশটির কর্ণাটক রাজ্যের দাওয়ানগর শহরে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই নারী সেখানকার একটি ব্যাংকে ১৫ লাখ রুপি ঋণ নেওয়ার জন্য আবেদন করেছিলেন। যাংকের ব্যবস্থাপক ঋণ দেওয়ার জন্য ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন।

তার পরই ওই নারী ব্যাংক কর্মকর্তাকে জনসম্মুখে জুতাপেটা করেন। ভিডিওতে দেখা যায়, মধ্যবয়সী ওই নারী সালোয়ার-কামিজ পরে আছেন। শার্ট-প্যান্ট পরা এক লোকের কলার ধরে টেনে লাঠি দিয়ে পেটাচ্ছেন তিনি। সেই সঙ্গে লাথিও মারছেন। নিয়ে যাচ্ছেন পুলিশের কাছে।

মন্তব্যসাতদিনের সেরা