kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

ধুতি পরেই ম্যারাথনে শিক্ষামন্ত্রী! এরপর...(ভাইরাল ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৮ ১৫:৩৮ | পড়া যাবে ১ মিনিটেধুতি পরেই ম্যারাথনে শিক্ষামন্ত্রী! এরপর...(ভাইরাল ভিডিও)

হিন্দুদের বিজয়া দশমী উপলক্ষে আয়োজন করা হয়েছিল ম্যারাথন প্রতিযোগিতা। আর এই ম্যারাথনে ধুতি পরেই অংশ নেন কর্নাটকের শিক্ষামন্ত্রী জি তাম্মেগৌডা দেবেগৌডা। শুধু কি তাই? ধুতিকে লুঙ্গির মতো করে পরেছিলেন তিনি। আর তাতেই ঘটল বিপত্তি। মুখ থুবড়ে পড়ে গেলেন দেবেগৌডা।সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, বিজয়া দশমী উপলক্ষে মহীশূরে আয়োজিত ম্যারাথনে অংশ নেন দেবেগৌড়া। তার পরনে ছিল সেখানকার ঐতিহ্যবাহী কেতায় পরা ধুতি। খানিকটা দৌড়ানোর পরে তিনি মুখ থুবড়ে পড়ে যান। 

৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, দৌড় শুরু হওয়ার পর দৌড়ে অনেকটা এগিয়ে ছিলেন দেবেগৌড়া। দৌড়ানোর মাঝেই ধুতিটা একটু ওপরে উঠে যায়। এরপর ধুতি সামলেই দৌড়াচ্ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। একপর্যায়ে  পড়ে যান তিনি; কয়েকজন ক্যামেরাম্যান তাকে টেনে তোলেন। মুখে ও পায়ে আঘাত পেয়েছেন দেবেগৌড়া

মন্তব্যসাতদিনের সেরা