kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

খাশোগি 'নিখোঁজ' : ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তুর্কি পুলিশের তল্লাশি!

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৮ ১২:০৪ | পড়া যাবে ১ মিনিটেখাশোগি 'নিখোঁজ' : ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তুর্কি পুলিশের তল্লাশি!

সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনা তদন্ত করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে তল্লাশি চালিয়েছে তুরস্কের পুলিশ। মঙ্গলবার দীর্ঘ নয় ঘন্টা কনস্যুলেটের ভেতরে অবস্থান করেন তারা। বিদেশী দূতাবাসে এ ধরণের তল্লাশির ঘটনা বিরল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

মঙ্গলবার নজিরবিহীনভাবে তুরস্কের সৌদি কনস্যুলেটে তল্লাশি চালায় তুর্কি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রায় ১০ জন তদন্তকারী সৌদি আরবের কনস্যুলেটে তল্লাশি চালিয়েছেন। তারা দীর্ঘ নয় ঘন্টা ধরে কনস্যুলেটের ভেতরে খাশোগি হত্যাকান্ডের তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। এ সময় তাদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও ছিল।

জানা গেছে, তল্লাশির সময় কনস্যুলেটের বাইরে ‘ফরেনসিক স্যাম্পল’ বহন করার জন্য বিশেষ চারটি গাড়ি দাড়িয়ে থাকতে দেখা গেছে। তদন্তকারীরা কনস্যুলেটের বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য নিয়ে গেছেন।

মন্তব্যসাতদিনের সেরা