kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

গুগল ম্যাপে অপরিচিত যুবকের সঙ্গে স্ত্রী, তারপর ...

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৮ ২১:০১ | পড়া যাবে ১ মিনিটেগুগল ম্যাপে অপরিচিত যুবকের সঙ্গে স্ত্রী, তারপর ...

অন্যের সঙ্গে পরকীয়া করছেন স্ত্রী। ধরা পড়লেন ছোট্ট একটি ভুলে। জানা গেছে, প্যারগুয়ের এক বাসিন্দা ওই ঘটনায় সম্প্রতি স্ত্রীকে ডির্ভোস দিয়েছেন।

কারণ, তিনি নিজের স্ত্রীকে অন্য এক ব্যক্তির সঙ্গে দেখেছেন। তার পরেই ডির্ভোসের সিদ্ধান্ত নেন তিনি।

জানা গেছে, ওই ব্যক্তি গুগল ম্যাপ চেক করছিলেন। প্যারাগুয়ের ভ্রমণস্থলগুলোর মধ্যে অন্যতম একটি হলো লিমা। সেখানেই যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু গুগল ম্যাপে ট্রাফিক আপডেট দেখতে গিয়েই চোখ কপালে ওঠে তার।

গুগল ম্যাপে ট্রাফিক সিগন্যালের ছবি দেখা যায় ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। ওই ব্যক্তি সেই ছবি দেখতে গিয়েই নিজের স্ত্রীকে দেখতে পান।

সেখানে তিনি দেখতে পান, এক ব্যক্তি তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে আছে। পরে তিনি ডির্ভোসের সিদ্ধান্ত নেন।

মন্তব্যসাতদিনের সেরা