kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

নেপালে তুষার ঝড়ে নিহত ৯ পর্বতারোহীর লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৮ ১৭:২৮ | পড়া যাবে ১ মিনিটেনেপালে তুষার ঝড়ে নিহত ৯ পর্বতারোহীর লাশ উদ্ধার

নিহত পর্বতারোহীদের একজন কিম চোং হো : বিবিসি

নেপালের মাউন্ট গুরজায় শুক্রবার ভয়াবহ তুষার ঝড়ের কারণে ৯ পর্বতারোহীর মৃত্যু হয়। গতকাল রবিবার তাদের লাশ উদ্ধার করা হয়েছে। 

২৩৬০০ ফুট উঁচু মাউন্ট গুরজার বেইজ ক্যাম্পের কাছে ৫ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং ৪ নেপালি গাইডের মরদেহ বিক্ষিপ্তভাবে পড়ে ছিল। 

তুষার ঝড়ে ক্যাম্প ধ্বংস হয়ে যাওয়ায় ওই পর্বতারোহীরা নিহত হন।

পরিস্থিতির উন্নতি ঘটায় রবিবার ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর হেলিকপ্টারের মাধ্যমে নেপালের কাঠমান্ডুর পোখারা বিমানবন্দরে লাশগুলো নিয়ে আসা হয়। 

সূত্র: বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা