kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

ফেক এনকাউন্টার : ভারতে সাত সেনা সদস্যের যাবজ্জীবন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৮ ১৩:১৮ | পড়া যাবে ১ মিনিটেফেক এনকাউন্টার : ভারতে সাত সেনা সদস্যের যাবজ্জীবন

ফেক এনকাউন্টার মামলায় ভারতে আর্মির মেজর জেনারেল এ কে লাল সহ সাত সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

অভিযুক্ত মেজর জেনারেল ছাড়া বাকিরা হলেন- কর্নেল থমাস ম্যাথু, কর্নেল আর এস সিবিরেন, ক্যাপ্টেন দিলীপ সিং, ক্যাপ্টেন জগদেও সিং, নায়েক আলবিন্দর সিং ও নায়েক শিবেন্দর সিং। 

জানা গেছে, ১৯৯৪ সালের ১৮ ফেব্রুয়ারি আসামের তিনশুকিয়ার বিভিন্ন এলাকা থেকে নয়জনকে তুলে নিয়ে যায় সেনাবাহিনী। চা বাগান কর্মকর্তার খুনের ঘটায় জড়িত সন্দেহে তাদের নিয়ে যাওয়া হয়। 

এরপরে তাদের মধ্যে পাঁচজনকে ফেক এনকাউন্টারে মেরে ফেলা হয়। আর চারজনকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আসামের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা জগদীশ ভুঁইয়ার দায়ের করা মামলার ভিত্তিতে ওই বছরেই নয়জনকে আদালতে হাজির করতে বলে আসামের হাইকোর্ট। কিন্তু সেনাবাহিনী শুধুমাত্র পাঁচজনকে আদালতে হাজির করে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

মন্তব্যসাতদিনের সেরা