kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

তালেবানের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৮ ২২:৫৪ | পড়া যাবে ১ মিনিটেতালেবানের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা হামলার একদিন পরই দেশটি থেকে সেনা প্রত্যাহারে সশস্ত্রগোষ্ঠী তালেবানের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিক পর্যায়ের বৈঠকও নাকি ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে।

তালেবান মুখপাত্রের বরাতে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়ছে, ১৭ বছরব্যাপী যুদ্ধের অবসানে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কাতারে আলোচনায় বসবে তালেবান প্রতিনিধিরা। এ বিষয়ে আলোচনায় মার্কিন ও তালেবান প্রতিনিধিরা গত শুক্রবার (১২ অক্টোবর ২০১৮) কাতারের রাজধানী দোহায় প্রাথমিক পর্যায়ের বৈঠকে বসে।

বৈঠকে তালেবানের শীর্ষ নেতৃবৃন্দ ও যুক্তরাষ্ট্রের ছয় প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানায় গণমাধ্যমটি। এসময় মার্কিন সেনাপ্রত্যাহারের পাশাপাশি যুদ্ধ বন্ধে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। পরবর্তী বৈঠকে ওই বিষয়গুলোতে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

তালেবানের বিরুদ্ধে নতুন কৌশলের অংশ হিসেবে গত বছর আফগানিস্তানে মার্কিন সেনা বাড়ানোর সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে দেশটিতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

মন্তব্যসাতদিনের সেরা