kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

ট্রাম্পের অনৈতিক সম্পর্ক নিয়ে মাথাব্যথা নেই: সাফ কথা মেলানিয়ার

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৮ ১৯:১১ | পড়া যাবে ২ মিনিটেট্রাম্পের অনৈতিক সম্পর্ক নিয়ে মাথাব্যথা নেই: সাফ কথা মেলানিয়ার

সাংবাদিকের সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক নিয়ে কোনো মাথাব্যথা নেই মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। এ কথা সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এবিসি নিউজকে দেয়া এক এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে তিনি প্রেসিডেন্ট স্বামীর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে মিডিয়ায় চলমান জল্পনা-কল্পনা এবং গসিপ শোনার সময় নেই বলে জানিয়ে দেন। 

শুক্রবারের 'গুড মর্নিং আমেরিকা'র জন্যে সাক্ষাৎকার নেয়া হয় তার। সেখানে দাম্পত্য জীবনে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড দুজনের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলছে কিনা তা জানতে চাওয়া হয় মেলানিয়ার কাছে। তিনি সাফ বলে দেন, 'আমি একজন মা এবং ফার্স্ট লেডি। আমার চিন্তা ও কাজের জন্যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে'। 

'এতে আমার দুশ্চিন্তা বা মনোযোগ নেই', যোগ করেন মেলানিয়া। 

মিডিয়া থেকে মোটামুটি নিভৃতেই থাকেন মেলানিয়া। সম্প্রতি স্বামী ট্রাম্পের সঙ্গে পর্নস্টারসহ বেশ কয়েকজন নারীর অনৈতিক সম্পর্ক নিয়ে মিডিয়ায় একের পর এক প্রতিবেদন প্রকাশ পেতে থাকে। অনেকে এমন সম্পর্কে জড়ানোর বিষয়ে ট্রাম্পকেই অভিযুক্ত করেন। যদিও ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করে গেছেন। তবে এবার এবিসি নিউজের চিফ ন্যাশনাল অ্যাফেয়ার্স করেসপনডেন্ট টম লাসামের মুখোমুখি হন মেলানিয়া। 

এ বছরের প্রথম দিকে ট্রাম্পের বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে পর্নস্টার স্টর্মি ডেনিয়েলসের বক্তব্যের প্রেক্ষিতে। তিনি এক যুগেরও বেশি আগে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে দাবি করেন। কিন্তু ধনকুবের ট্রাম্পের এই গোপন কথা যেন কেউ না জানতে পারে তার জন্যে স্টর্মিকে ওই সময়ই গোপনে এক লাখ ৩০ হাজার ডলার প্রদান করা হয়েছিল। কিন্তু ট্রাম্প বেশ জোরেসোরেই এসব কথা উড়িয়ে দিচ্ছেন। 
সূত্র: এবিসি নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা