kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়ল ভবন; আহত ২০

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৮ ১৫:৫৯ | পড়া যাবে ১ মিনিটেবাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়ল ভবন; আহত ২০

বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে। মঙ্গলবার রাজধানী মানামার কাছে এ ঘটনা ঘটে।এতে আহত হয়েছে অন্তত ২০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বাহরাইনের  স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই ভবনটি ধসে পড়েছে। ভবনটিতে প্রবাসী শ্রমিকরা বসবাস করতো। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সালমানিয়া এলাকার একটি পুরনো দ্বিতল ভবন ধসে পড়েছে। ভবনটির দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। 

উল্লেখ্য, বাহরাইনে এক লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করে থাকে

সূত্র: আল-আরাবিয়া, এপি সাতদিনের সেরা