kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

'ট্রাম্পকে সুপরামর্শ দিলেও তিনি শোনেন না!'

কালের কণ্ঠ অনলাইন   

৮ অক্টোবর, ২০১৮ ০৯:২২ | পড়া যাবে ১ মিনিটে'ট্রাম্পকে সুপরামর্শ দিলেও তিনি শোনেন না!'

ছবি অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুপরামর্শ দেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে ফার্স্ট লেডির সেই সুপরামর্শ তিনি শোনেন না বলে জানিয়েছেন মেলানিয়া ট্রাম্প। আফ্রিকা সফররত মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বর্তমানে মিসরে রয়েছেন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সম্পর্কে এসব কথা বলেন মেলানিয়া। আফ্রিকার চার দেশে মার্কিন ফার্স্ট লেডি হিসেবে প্রথম একক বিদেশ সফরে রয়েছেন তিনি।

প্রশ্নের জবাবে মেলানিয়া বলেন, ‘আমি তাকে সব সময় সুপরামর্শ আর সৎ উপদেশ দেয়ার চেষ্টা করি। তিনি কখনও সেটা শোনেন; কখনও শোনেন না। তবে আমার নিজস্ব বক্তব্য আছে, আছে নিজস্ব চিন্তাধারা। আর যা বিশ্বাস করি সেটা বলতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’
 
মেলানিয়া বলেন, তার নিজস্ব চিন্তা ও বক্তব্য রয়েছে। সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

আফ্রিকা নিয়ে ট্রাম্পের নেতিবাচক অবস্থানের কথা উল্লেখ করে সাংবাদিকরা প্রশ্ন করলে মেলানিয়া বলেন, ‘আমি ট্রাম্পের সব টুইটের সঙ্গে একমত নই। সেটা তাকে বলেছিও।’সাতদিনের সেরা