kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

প্রতারণার অভিযোগে সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:০৯ | পড়া যাবে ১ মিনিটেপ্রতারণার অভিযোগে সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

অর্থপাচার, জনগণের অর্থ তসরুপ এবং প্রতারণার অভিযোগে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার সাবেক প্রেসিডেন্ট হোসে এদুর্দো সান্তোসের ছেলে ফিলোমেনো সান্তোসকে আটক করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে,  অ্যাঙ্গোলার নতুন প্রেসিডেন্ট জাওয়া লোরেনকো দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু করেছেন, তাতে ফিলোমেনোকে বড় টার্গেট বলে মনে করা হচ্ছিল।

ফিলোমেনোর আইনজীবীরা এ ব্যাপারে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সামনে মুখ খোলেননি। তবে দেশটির প্রসিকিউটররা বলছেন, তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর হওয়ার কারণেই আটক করা হয়েছে।

জানা গেছে, ফিলোমেনোর সুইস বন্ধু এবং ব্যবসায়ীক সহযোগী জিন ক্লড বাসতোসকেও তার সাথে আটক করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা