kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

আত্মহত্যার প্রবণতা বাড়ছে অস্ট্রেলিয়ায়

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৫৬ | পড়া যাবে ১ মিনিটেআত্মহত্যার প্রবণতা বাড়ছে অস্ট্রেলিয়ায়

আত্মহত্যার প্রবণতা ক্রমাগত বাড়ছে অস্ট্রেলিয়ায়। আজ বুধবার দেশটির পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাতে উল্লেখ রয়েছে, ২০১৭ সালে দেশটিতে তিন হাজার একশ ২৮ জন আত্মহত্যা করেছে। ২০১৬ সালে সেই হিসেবে দুইশ ৬২ জন কম আত্মহত্যা করেছে।

মৃত্যুর কারণের তালিকায় আত্মহত্যার অবস্থান ২০১৬ সালে ছিল ১৫ নম্বরে। ২০১৮ সালের এসে ১৩ নম্বরে উঠে এসেছে আত্মহত্যার ক্রমিক নম্বর।

প্রতিবছর দেশটিতে একলাখ মৃত্যুর ঘটনায় অন্তত ১৩ জন মানুষ আত্মহত্যা করে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে আত্মহত্যার হার ২৫ শতাংশ কমিয়ে নিয়ে আসতে সময়োপযোগী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির কাউন্সেলিং সার্ভিস লাইফলাইন।

মন্তব্যসাতদিনের সেরা