kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

মুসলিম যুবককে ভালোবাসার 'অপরাধে' ভ্যানে তুলে পেটাল পুলিশ

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৩ | পড়া যাবে ২ মিনিটেমুসলিম যুবককে ভালোবাসার 'অপরাধে' ভ্যানে তুলে পেটাল পুলিশ

মুসলিম যুবককে ভালোবাসার 'অপরাধে' ভারতের উত্তরপ্রদেশে মেডিকেলের এক ছাত্রীকে পুলিশ ভ্যানে তুলে বেধড়ক পিটিয়েছে পুলিশ। শুধু মারধরই নয়, একই সঙ্গে তাকে গালিও দিয়েছে পুলিশ।

পুলিশ নিজেই সেই ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সঙ্গে সঙ্গেই তা হয়ে গেছে ভাইরাল।

এ নিয়ে প্রথমে আসরে নামে বিশ্ব হিন্দু পরিষদ। 'লাভ জিহাদ' এর অভিযোগে ওই ছাত্রী ও মুসলিম যুবককে প্রথমে ধরেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ১০০ ডায়াল করলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।

মেডিকেলের ছাত্রীকে তোলা হয় পুলিশ ভ্যানে। তার পর ভ্যানের মধ্যেই শুরু হয় 'শিক্ষা' দেওয়া। লাগাতার চড়-থাপ্পড়ের পাশাপাশি দেওয়া হয় গালাগালি।

ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশ পুলিশের এক নারী কনস্টেবল থাপ্পড় মারছেন ওই ছাত্রীকে। আর গালাগালি দিতে দিতে সেই ভিডিও রেকর্ড করছেন গাড়ির সামনের সিটে বসে থাকা এক পুলিশ কর্মকর্তা।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর ইমেজ রক্ষার্থে আসরে নামে উত্তরপ্রদেশ পুলিশ। মেরঠ পুলিশকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মেরঠের পুলিশ সুপার জানান, মেডিকেলের ছাত্রী এবং তার সঙ্গী, দু’জনকেই তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। ভিডিওটি আমাদের হাতে এসেছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার শাস্তি হবে।

মন্তব্যসাতদিনের সেরা