kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

ভয়াবহ তুষারপাত : ভারতের হিমাচলে নিখোঁজ ৪৫

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:০১ | পড়া যাবে ১ মিনিটেভয়াবহ তুষারপাত : ভারতের হিমাচলে নিখোঁজ ৪৫

ভারতের হিমাচল রাজ্য সোমবার ভয়াবহ তুষারপাত ও বৃষ্টিপাতের কবলে পড়ে। তুষারপাতের কারণে লাহাউল এবং স্পিতি জেলায় নিখোঁজ হয়েছে পয়তাল্লিশ জন। এদের মধ্যে ৩৫ জন রুরকি আইআইটির ছাত্র বলে জানা গেছে। সংবাদসংস্থা এএনআই-এর বরাতে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, আইআইটির ৩৫ জন ছাত্রের একটি দল হিমাচলে ট্র্যাক করতে গিয়েছিল। এই দলটির খোঁজ এখনো পাওয়া যায়নি। 

গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। এখন পর্যন্ত অন্তত পাঁচজন ব্যক্তি প্রাণ হারিয়েছে।

সোমবার ভয়াবহ বৃষ্টিতে কুল্লু, কাংরা ও ছাম্বা জেলায় আহত হয়েছে বহু মানুষ।

সূত্র: এনডিটিভি

মন্তব্যসাতদিনের সেরা