kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

এই প্রথম নারী সংবাদ পাঠিকা পেল সৌদি

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১০:০১ | পড়া যাবে ১ মিনিটেএই প্রথম নারী সংবাদ পাঠিকা পেল সৌদি

সহ সংবাদপাঠক উমর আল নাশওয়ানের সঙ্গে বিয়াম আল দখিল: ডেইলি মেইল

নারীদের জন্য একের পর এক নতুন সুযোগ তৈরী করছে সৌদি সরকার। এবার সৌদি আরবে সংবাদ পাঠ করলেন একজন নারী। এই ঘটনা দেশটির নারীদের জন্য নতুন মাইলফলক বলে মনে করা হচ্ছে।

সৌদি সরকারি টিভি চ্যানেলে গত বৃহস্পতিবার সংবাদ পাঠ করেন বিয়াম আল দখিল। সহ সংবাদপাঠক উমর আল নাশওয়ানের সঙ্গে সংবাদ পাঠ করেন তিনি।

জানা গেছে, সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বিয়াম আল দখিল। তবে এই প্রথম সৌদি আরবের টিভি চ্যানেলে সংবাদ পাঠ করলেন তিনি। এর আগে সিএনবিসি আরব-এ কাজ করতেন বিয়াম। বাহরাইনের আল আরব চ্যানেলেও সাংবাদিকতা করেছেন তিনি

সূত্র: ডেইলি মেইল

মন্তব্যসাতদিনের সেরা