kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

ইরানে ২৪ সেনাকে হত্যার দায় নিল আইএস

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৮ ২১:১২ | পড়া যাবে ১ মিনিটেইরানে ২৪ সেনাকে হত্যার দায় নিল আইএস

ইরানের সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনায় ২৪ সদস্য নিহত হয়েছে। শনিবার তাদের হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্তা সংস্থা আমাক এর কাছে আইএস এ দাবি করেছে। যদিও এ ব্যাপারে কোনো প্রমাণ দেয়নি আইএস।

শনিবার ইরানের আহভাজের প্যারেড গ্রাউন্ডে হামলার ঘটনায় সেনাবাহিনীর ২৪ জন নিহত এবং আরো ৫৩ জন আহত হয়েছেন। হামলাকারীরা প্যারেডে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে মঞ্চ লক্ষ্য করে গুলি চালায়।

এদিকে ইরানের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দাবি, তারা হামলাকারীদের দু'জনকে হত্যা করেছেন এবং একজনকে আটক করতে সক্ষম হয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা