kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

গাঁজা রাখা ও সেবনের বৈধতা দিল দ. আফ্রিকার আদালত

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৬ | পড়া যাবে ১ মিনিটেগাঁজা রাখা ও সেবনের বৈধতা দিল দ. আফ্রিকার আদালত

এবার গোপনে প্রাপ্তবয়স্কদের গাঁজা রাখা ও সেবনের অনুমতি দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত। জানা গেছে, ব্যক্তিগত খরচে গাঁজা উৎপাদন করার বৈধতাও দেওয়া হয়েছে আদালতের সব বিচারকের সম্মতিতে।

ডেপুটি চিফ জাস্টিস রেমন্ড জোন্ডো বলেন, প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজ খরচে গাঁজা রাখা বা সেবনের দায়ে অপরাধী বলে বিবেচিত হবে না।

জানা গেছে, আদেশটি আইন এবং তা বাস্তবায়ন করতে ২৪ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্টকে। অনুমতি পাওয়ার পর 'গাঁজা সেবনে আর বাধা নেই' স্লোগান দিতে থাকে দেশটির গাঁজা সেবনকারীরা।

এই রায়কে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকার গাঁজা উন্নয়ন কাউন্সিল। সেই কাউন্সিল এবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, মাদক গ্রহণ ও কারবারীর অভিযোগে আটকদের অভিযোগ যেন তুলে নেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা