kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

ফের ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক চান কিম

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৪৫ | পড়া যাবে ১ মিনিটেফের ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠক চান কিম

ফাইল ফটো

কিছুদিন আগেই উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ফের একবার শীর্ষ বৈঠকে ট্রাম্পের সঙ্গে বসতে চাইছেন উত্তর কোরিয়ার নেতা। বিষয়টি জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন।

বৃহস্পতিবার তিনদিনের পিয়ংইয়ং সফর শেষ করে দক্ষিণ কোরিয়ায় ফিরেছেন মুন। দেশে ফিরেই তিনি উত্তর কোরিয়ার নেতা কিমের এ আগ্রহের কথা গণমাধ্যমকে জানিয়েছেন।

সিউলে ফিরে এক সংবাদ সম্মেলনে মুন বলেন, পিয়ংইয়ংয়ে বৈঠককালে নেতা কিম খুব দ্রুতই নিরস্ত্রীকরণ শেষ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া পরমাণু নিরস্ত্রীকরণের জন্য কিম ওয়াশিংটনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন।

১৯৫০-৫৩ সালে কোরিয়া যুদ্ধ শুরু হলেও সেই যুদ্ধ সমাপ্তির ঘোষণা এখনো দেওয়া হয়নি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন বলেন, কোরিয়া যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলে উত্তর কোরিয়া খুব দ্রুত তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিহারে আরো পদক্ষেপ নিতে পারবে বলে জানিয়েছেন কিম।

মন্তব্যসাতদিনের সেরা