kalerkantho

ট্রাম্পের কোনো অ্যাটর্নি জেনারেল নেই!

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৪৬ | পড়া যাবে ১ মিনিটেট্রাম্পের কোনো অ্যাটর্নি জেনারেল নেই!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস

আমার কোনো অ্যাটর্নি জেনারেল নেই। এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিল টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেছেন। 

এই সাক্ষাতকারে মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। জেফ সেশনসের ওপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।

অভিবাসন নিয়ে সেশনসের অবস্থানে  খুশি নন বলে জানিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য,  ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ও ২০১৬ সালের নির্বাচনের বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া বিশেষ তদন্তকারী রবার্ট মুলারের পরামর্শক হওয়ার কথা ছিল সেশনসের। কিন্তু তিনি তাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। 

সূত্র: বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা