kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

নওয়াজ শরিফকে মুক্তির নির্দেশ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:১৩ | পড়া যাবে ১ মিনিটেনওয়াজ শরিফকে মুক্তির নির্দেশ

দুর্নীতি মামলায় দণ্ডিত পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজের সাজা স্থগিত করে তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট।

ডনের এক প্রতিবেদনে জানানো হয়, নওয়াজ শরিফের আপিলের শুনানি করে ইসলামাবাদ হাইকোর্ট বুধবার এ আদেশ দেয়। 

খবরে বলা হয়, জুলাইয়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ ও তার মেয়ে মরিয়মকে সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কারাদণ্ডাদেশের বিপক্ষে আপিল আবেদনের পর এ রায় দেওয়া হয়। বরাবরই তারা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন। 

গত সপ্তাহে মারা যান নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ। ওইসময় তাকে ও তার মেয়েকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। 

মন্তব্যসাতদিনের সেরা