kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

মুসলিমদের নিয়েই হবে হিন্দুরাষ্ট্র : আরএসএস প্রধান

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:০৪ | পড়া যাবে ১ মিনিটেমুসলিমদের নিয়েই হবে হিন্দুরাষ্ট্র : আরএসএস প্রধান

আরএসএস প্রধান মোহন ভাগবত

মুসলিমদের গ্রহন করতে না পারলে সেটা কোনো হিন্দুত্ব নয়; মুসলিমদের নিয়েই হবে হিন্দুরাষ্ট্র।ভারতের অন্যতম হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত এ কথা বলেছেন।

মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আরএসএসের তিনদিনের এক সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ভাগবত বলেন, হিন্দুত্ব মানে অন্তর্নিহিততা এবং মুসলমানদের গ্রহন করা। যেটা হিন্দুত্বের একটা অংশ। হিন্দু রাষ্ট্র মানে এই নয় যে, সেখানে মুসলমানদের কোনো জায়গা হবে না। 

তিনি বলেন, ভারত বহুত্ববাদের দেশ। তাই আমাদের উচিত এই হিন্দুত্ববাদকে গ্রহন করা এবং তা উপভোগ করা। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্যসাতদিনের সেরা