kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

পরমাণু নিরস্ত্রীকরণ সংলাপে বসছেন কিম-মুন

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:০৩ | পড়া যাবে ১ মিনিটেপরমাণু নিরস্ত্রীকরণ সংলাপে বসছেন কিম-মুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বৈঠকে বসতে যাচ্ছেন দেশটির নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন মঙ্গলবার পিয়ংইয়ং পৌঁছান। তিনদিনের এই সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার স্ত্রী কিম জুং-সুকও রয়েছেন। 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার স্ত্রী রি সোল-জু।

উল্লেখ্য, এক দশকের মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো নেতা উত্তর কোরিয়া সফরে গেলেন। গত এপ্রিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের প্রথম ঐতিহাসিক বৈঠকের পর চলতি বছর এটি উভয় নেতার তৃতীয় সাক্ষাৎ।

সূত্র: বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা