kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

জার্মানির রাস্তায় মমতা বাজালেন ‘উই শ্যাল ওভারকাম’! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:১৫ | পড়া যাবে ১ মিনিটেজার্মানির রাস্তায় মমতা বাজালেন ‘উই শ্যাল ওভারকাম’! (ভিডিও)

জার্মানির প্রাণকেন্দ্রে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না৷ শাড়ি পরিহিতা এক বাঙালি নারী রাস্তায় দাঁড়িয়ে সুর তুলছেন অ্যাকর্ডিয়ানে! আর এই দৃশ্য দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন অনেকেই৷অ্যাকর্ডিয়ানে সুর তুললেন যে নারী তিনিই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। যাকে আগামীদিনের ভারতের প্রধানমন্ত্রী ভাবছেন রাজনীতির অনেক বিশ্লেষক। 

মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যান না কেন পায়ে হেঁটে সেই দেশের বিশেষ জায়গা কিংবা শহর ঘুরবেনই৷ এবারও দেখা গেল তেমনটি। 
জার্মানির এক পুরনো শহরের রাস্তায় দেখা গেল মমতাকে৷ কফির কাপে চুমুক পাশাপাশি স্ট্রিট মিউজিশিয়ানদের সঙ্গে গল্প জুড়ে দিলেন তিনি। আর এরই মাঝে এক শিল্পীর অ্যাকর্ডিয়ানে সুর তুললেন মমতা; বাজালেন ‘উই শ্যাল ওভারকাম’৷

এই দৃশ্যে রাস্তায় ভীর জমে গেল। কিন্তু সেদিকে খেয়ালই করলেন না মমতা। 

এবার দেখুন সেই ভিডিও...

মন্তব্যসাতদিনের সেরা