kalerkantho

রবিবার । ২৫ আগস্ট ২০১৯। ১০ ভাদ্র ১৪২৬। ২৩ জিলহজ ১৪৪০

নেতার পা ধুয়ে পানি খেলেন দলের কর্মী

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২২ | পড়া যাবে ২ মিনিটেনেতার পা ধুয়ে পানি খেলেন দলের কর্মী

ভারতের ঝাড়খান্ডের গোড্ডায় দেশটির ক্ষমতাসীন বিজেপির এক প্রচারণা সমাবেশে নেতার পা ধুয়ে পানি খেয়েছেন দলেরই এক কর্মী। জানা গেছে, বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে সেখানে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন।

সেখানে একটি থালা এবং পানির পাত্র নিয়ে সাংসদের কাছে যান পবন শাহ নামে এক কর্মী। পরে সাংসদের পা ধুয়ে দেন তিনি। মন্ত্রীও হাঁটুর কাছে প্যান্ট তুলে এগিয়ে দেন পা। একটি থালার উপর তার পা রেখে পানি ঢেলে তা ধুয়ে দেন পঙ্কজ। এরপর সেই নোংরা পানি খান তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ঘটনার একটি ভিডিও। কিন্তু তারপরেও ওই বিজেপি নেতার দাবি, কৃষ্ণও তো সুদামার পা ধুয়ে দিয়েছিলেন। এতে অন্যায় দেখেন না তিনি।

সাংসদ নিশিকান্ত এই ঘটনায় বেশ গর্ববোধ করছেন। একই সঙ্গে পবনের নামে জয়ধ্বনিও ওঠে ওই অনুষ্ঠানে। এরপর পুরো ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন নিশিকান্ত। সঙ্গে লেখেন আবেগঘন বক্তব্য। আর তারপরেই সামাজিক মাধ্যমে তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।

সমালোচনার মুখে পড়েও ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করার কোনো লক্ষণ নেই নিশিকান্তের। উল্টো নিজেকে সুদামার সঙ্গেও তুলনা করেছেন তিনি। আর পবন নামে ওই কর্মীকে কৃষ্ণের সঙ্গে তুলনা করে পাল্টা প্রশ্ন তুলেছেন, কৃষ্ণ কি সুদামার পা ধুয়ে দেননি? কোনো কর্মী যদি ভালোবেসে তার পা ধুয়ে দেন, তাতে অন্যায়ের কী আছে?

মন্তব্যসাতদিনের সেরা