kalerkantho

আট বছর পর চিঠিপত্র পেল ফিলিস্তিন, ওজন ১০ টন!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৮ ১৫:৪৭ | পড়া যাবে ১ মিনিটেআট বছর পর চিঠিপত্র পেল ফিলিস্তিন, ওজন ১০ টন!

জর্ডান থেকে ফিলিস্তিনে চিঠিপত্র ও পার্সেল প্রবেশে আট বছর ধরে বাধা দিয়ে আসছিল ইসরায়েল। অবশেষে এসব চিঠিপত্র ও পার্সেল প্রবেশে বিধি-নিষেধ উঠে গেল, প্রবেশ করল ফিলিস্তিনে।এসব চিঠিপত্র ও পার্সেলের মোট ওজন ১০ টন।

জানা গেছে, গত সপ্তাহে এসব চিঠিপত্র ও পার্সেল ফিলিস্তিনি ডাক বিভাগের হাতে পৌঁছে।

পারিবারিক ছবি, পোস্টকার্ড ও চিঠির সঙ্গে রয়েছে ওষুধ থেকে শুরু করে হুইল চেয়ারের মতো পার্সেলও। ইসরায়েল ১০ টনের চিঠিপত্র ও পার্সেলের যে চালান ফিলিস্তিনি ডাক বিভাগের হাতে দিয়েছে তার বহু জিনিসই নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে। 

ফিলিস্তিনি ডাক বিভাগের কর্মকর্তা রামাদান ঘাজাবি বলেছেন, এসব চিঠিপত্র বাছাই করতে দুই সপ্তাহ সময় লেগে যাবে।

রামাদান জানিয়েছেন, ইসরায়েলের ডাক বিভাগের নামে আসেনি বলেই সেগুলোকে আটকে দেয়া হয়েছিল।

তিনি জানান, সরাসরি ফিলিস্তিনের ডাক বিভাগের কাছে পাঠানো কোনো চিঠি বা পার্সেল বিলি করে না ইসরায়েল। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

মন্তব্যসাতদিনের সেরা