kalerkantho

আলোচনার সেতু পুড়িয়ে অন্যপ্রান্তে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র : রুহানি

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ২১:১০ | পড়া যাবে ১ মিনিটেআলোচনার সেতু পুড়িয়ে অন্যপ্রান্তে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র : রুহানি

আলোচনার প্রস্তাব আবারো নাকচ করে দিয়েছেন ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা হাসান রুহানি। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ‌যুক্তরাষ্ট্রই আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে বলেও বুধবার মন্তব্য করেন তিনি।

দেশটির মন্ত্রীসভায় তিনি আরো বলেন, বর্তমানে সারা বিশ্বের সঙ্গে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র এমন আচরণ করেছে যে,  আলোচনার সব রকম পরিবেশ ধ্বংস হয়ে গেছে। তারা নিজেরাই আলোচনার সেঁতু পুড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, সেতু পুড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র এখন অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে। যদি তারা সৎ হয় তাহলে তারাই আবার সেই সেতু নির্মাণ করুক।

মন্তব্যসাতদিনের সেরা