kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

থাই গুহা থেকে বাকি ৫ জনকে উদ্ধারে ফের অভিযান আজ

কালের কণ্ঠ অনলাইন   

১০ জুলাই, ২০১৮ ১০:০৭ | পড়া যাবে ১ মিনিটেথাই গুহা থেকে বাকি ৫ জনকে উদ্ধারে ফের অভিযান আজ

থাইল্যান্ডে গুহায় আটকে পড়া বাকি পাঁচজনকে উদ্ধার করতে প্রস্তুত উদ্ধারকারীরা। আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামবে ডুবুরিরা। আটকে থাকা কোচসহ চার খুদে ফুটবলারকে উদ্ধারের চেষ্টা চালানো হবে আজ । 

জানা গেছে, গুহায় এখনো পর্যন্ত আটকে থাকা ৫ জনের শারীরিক অবস্থা ভালো আছে। তাই তাদেরকে আজ গাইড করে গুহার সরু রাস্তা দিয়ে বের করে আনা হবে।

গত দু'দিনের অভিযানে মোট আটজন খুদে ফুটবলারকে উদ্ধার করা হয়েছে। বাকী পাচঁজনের ভাগ্যে কী আছে জানা যাবে আজ।

প্রসঙ্গত, গত ২৩ জুন ওই গুহার ভেতর ঢোকার পর ভারী বর্ষণের কারণে ভেতরে আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ।

সূত্র: বিবিসিসাতদিনের সেরা