kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

থাই গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারে অভিযান শুরু

কালের কণ্ঠ অনলাইন   

৮ জুলাই, ২০১৮ ১১:১৪ | পড়া যাবে ১ মিনিটেথাই গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারে অভিযান শুরু

থাইল্যান্ডে একটি গুহায় আটকে পড়া ফুটবল টিমের ১২ সদস্য ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ১০ টায় এ অভিযান শুরু হয়। কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। 

থাইল্যান্ডের  চিয়াং রাই প্রদেশের গর্ভনর নারনগাস্ক ওস্টানাকর্ন সাংবাদিকদের বলেন, আজ সকাল ১০ টায় উদ্ধারকারী  দলের ১৮ জন সদস্য গুহাটিতে প্রবেশ করেছে। 

তিনি বলেন, প্রথমজনকে গুহা থেকে বের করে আনতে রাত ৯ টা বেজে যাবে

প্রসঙ্গত, ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের কোচ (২৫) ২৩ জুন থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের 'থাম লুয়াং নায় নন' নামের একটি গুহায় প্রবেশ করে। কিন্তু বৃষ্টির পানি জমে যাওয়ায় তারা সেখানে আটকে পড়ে। 

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স সাতদিনের সেরা