kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

সু চিকে ক্ষমতাচ্যুত করার হুমকি মিয়ানমার সেনাপ্রধানের!

কালের কণ্ঠ অনলাইন   

২৮ জুন, ২০১৮ ১০:২৯ | পড়া যাবে ১ মিনিটেসু চিকে ক্ষমতাচ্যুত করার হুমকি মিয়ানমার সেনাপ্রধানের!

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি ও সেনাপ্রধান মিন অং হ্লেইং

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লেইং। ব্যাংকক পোস্টসহ আরো কয়েকটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এদিকে, সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ওই খবর অস্বীকার করে বুধবার এক বিবৃতি দেওয়া হয়েছে। 

চলতি মাসের শুরুতে অং সান সু চি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর উপ-প্রধানের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান মিন অং হ্লেইং। ওই বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বিপরীতমুখী অবস্থান নেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির সেনাপ্রধান। সিদ্ধান্ত পছন্দ না হলে সু চির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ারও হুমকি দেন তিনি।

এদিকে, সেনাপ্রধানের অভ্যুত্থানের হুমকির ওই খবর বুধবার অস্বীকার করেছেন মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের মহাপরিচালক জেনারেল ইউ জ্য হতে। 

জ্য হতে বলেন, এ ধরনের কোনো হুমকি দেননি সেনাপ্রধান। 

জানা গেছে, অং সান সুচি ও সেনাপ্রধানের মধ্যে রেষারেষি প্রশমনে কাজ করেছেন জাতিসংঘের বিশেষ দূত। সাতদিনের সেরা