kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

ভূমধ্যসাগর থেকে ৭ শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২৫ জুন, ২০১৮ ১০:২২ | পড়া যাবে ১ মিনিটেভূমধ্যসাগর থেকে ৭ শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ৭৬৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের কোস্ট গার্ড। শনিবার কোস্ট গার্ডের তিনটি নৌকায় করে  তাদেরকে উদ্ধার করা হয়। 

জানা গেছে, আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন তারা। 

অধিকাংশ অভিবাসন প্রত্যাশীকে উত্তর আফ্রিকার উপকূল থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া অন্যদের আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় শহর ক্যানারি দ্বীপ থেকে উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে,  গত কয়েক মাস ধরেই ইউরোপে প্রবেশের ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য স্পেন খুব জনপ্রিয় হয়ে উঠছে। গত সপ্তাহেই দেশটিতে প্রবেশ করেছে ২ হাজার অভিবাসন প্রত্যাশী।

ইতালির সদ্য সমাপ্ত নির্বাচনে পপুলিস্ট পার্টি সরকার গঠনের পরই দেশটি অভিবাসন প্রত্যাশীদের ওপর ধরপাকড় চালাচ্ছে। এই চাপ গিয়ে পড়েছে স্পেনে। 

সূত্র: আল-জাজিরা

মন্তব্যসাতদিনের সেরা