kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

সৌদিকে পাল্টা জবাব দিয়েছে ইয়েমেনের হুথিরা!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৮ ১৮:১৪ | পড়া যাবে ২ মিনিটেসৌদিকে পাল্টা জবাব দিয়েছে ইয়েমেনের হুথিরা!

সম্প্রতি উপসাগরীয় সহযোগিতা পরিষদের বাইরে এসে দুটি দেশ মিলে সামরিক ও বাণিজ্যিক মিত্র হওয়ার ব্যাপারে প্রথমবারের মতো আলোচনা করার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মিলে ইয়েমেনের বন্দর নগরী হুদাইদায় বিমান হামলা চালিয়েছে।

জানা গেছে, বুধবার সকালে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সৌদি জোটের চালানো বিমান হামলায় সহায়তা করেছে ইয়েমেনের সেনাবাহিনী। দেশটির নির্বাসিত সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পরে সেটার জবাবে সৌদি আরবের জিজান প্রদেশের আল-ফয়সাল সেনা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে হামলায় হতাহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

জানা গেছে, বুধবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাদ্র-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হুথি বিদ্রোহীরা এ হামলা চালায়। গত তিন মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আল-ফয়সাল শহরে হামলা চালাল হুথিরা।

এর আগে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি স্বীকার করেছিলেন যে, সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেন এ পর্যন্ত একশ ৪৯টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

অন্যদিকে, সৌদি জোটের হামলায় ইয়েমেনে এ পর্যন্ত ৩৫ হাজার দুইশ ৯৭ জন নিহত হয়েছেন। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মোতাওয়াকেল এ তথ্য জানিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা