kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

ইয়েমেনি উপকূলে নৌকাডু্বি, ৪৬ অভিবাসী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৭ জুন, ২০১৮ ১১:১৪ | পড়া যাবে ১ মিনিটেইয়েমেনি উপকূলে নৌকাডু্বি, ৪৬ অভিবাসী নিহত

ইয়েমেনের উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪৬ অভিবাসীর প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১৬ ব্যক্তি। সোমালিয়া থেকে ইয়েমেন যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। জাতিসংঘ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 

প্রতিবেদন বলছে, ইয়েমেনি উপকূলে উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অন্তত ১০০ জন আরোহী নৌকাটিতে করে ইয়েমেন ও অন্যান্য আরব দেশে যাওয়ার চেষ্টা করছিলেন।

এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, বুধবার সকালে এডেন সাগরে নৌকাটি ডুবে যায়। অভিবাসীদের সবাই ইথিওপিয়ান নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী ছিলেন।  

প্রসঙ্গত, দারিদ্র্য পীড়িত 'হর্ন অব আফ্রিকা' (সোমালিয়া-ইথোপিয়া-সুদান) থেকে আরব দেশগুলোতে অভিবাসনের জন্য ইয়েমেনের নৌপথ গুরুত্বপূর্ণ একটি রুট। 

সূত্র: বিবিসিসাতদিনের সেরা