kalerkantho

রবিবার  । ১৫ চৈত্র ১৪২৬। ২৯ মার্চ ২০২০। ৩ শাবান ১৪৪১

ইসরায়েলি হামলায় ৫৫ সাংবাদিক আহত!

কালের কণ্ঠ অনলাইন   

৫ জুন, ২০১৮ ১৩:১৮ | পড়া যাবে ১ মিনিটেইসরায়েলি হামলায় ৫৫ সাংবাদিক আহত!

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত গত মাসে ৫৫ জন সাংবাদিক আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।  

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গত মে মাসে ফিলিস্তিনের গাজায় আসা ১২৫ সংবাদকর্মীর মধ্যে ৫৫ জন ইসরায়েলি হামলার শিকার হয়েছেন। ইসরায়েলি হামলার শিকার সাংবাদিকদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ, ৮ জন বিস্ফোরণে, ১৭ জন গ্যাস-বোমা ও ২১ জন নানাভাবে আহত হয়েছেন।

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সেনাদের হামলায় মার্চ মাস থেকে এ পর্যন্ত ১২৩ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে ১২জন শিশু, ২জন ডাক্তার এবং দুজন সাংবাদিক রয়েছেন। 

সূত্র: মিডল ইস্ট মনিটর

মন্তব্যসাতদিনের সেরা