kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা জারি করবে জাতিসংঘ?

কালের কণ্ঠ অনলাইন   

১৫ এপ্রিল, ২০১৮ ১২:৫৬ | পড়া যাবে ১ মিনিটেমিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা জারি করবে জাতিসংঘ?

ফাইল ছবি

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নারীদের ওপর যৌন সহিংসতা চালানো হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে দেশটির সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে পাঠানো জাতিসংঘ মহাসচিবের এ সংক্রান্ত প্রতিবেদন আগাম হাতে পাওয়ার দাবি করেছে সংবাদ মাধ্যম অ্যসোসিয়েট প্রেস(এপি)

প্রতিবেদনে জাতিসংঘ মহাসচিব বলেন, এসব কর্মকাণ্ড রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিপীড়ন, ভয় দেখানো আর সমষ্টিগতভাবে শাস্তি দেওয়ার কৌশলের অংশ ছিল। এই নিপীড়নের মাধ্যমে মাতৃভূমি থেকে বিতাড়িত করে তাদের ফেরার পথ বন্ধ করা হয়েছে।

জানা গেছে, সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই প্রতিবেদন তুলে ধরা হবে। 

ওই প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব বলেছেন, বাংলাদেশে পালিয়ে যাওয়া প্রায় সাত লাখ রোহিঙ্গার মধ্যে অনেকের ওপর শারীরিক ও নৃশংস যৌন নির্যাতনের মানসিক ভীতি বহনের ঘটনা নথিভুক্ত করেছেন আন্তর্জাতিক চিকিৎসাকর্মীরা।

তিনি বলেন, মিয়ানমারের সশস্ত্রবাহিনী স্থানীয় মিলিশিয়াদের সঙ্গে যৌথভাবে এই নিপীড়ন ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। ২০১৬ সালের অক্টোবর ও ২০১৭ সালের আগস্টে সামরিক বাহিনীর অভিযানের সময় এসব নিপীড়নের ঘটনা ঘটে। 

সূত্র: এপিসাতদিনের সেরা