kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের সিদ্ধান্ত টেক্সাসের

কালের কণ্ঠ অনলাইন   

৭ এপ্রিল, ২০১৮ ১৪:৫১ | পড়া যাবে ১ মিনিটেমেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের সিদ্ধান্ত টেক্সাসের

টেক্সাস-মেক্সিকো সীমান্ত

মেক্সিকোর সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোনকল পাওয়ার পর এ পদক্ষেপের কথা জানানো হলো। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের একজন মুখপাত্র জানান, ২৫০ জন সেনাসদস্যকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সীমান্ত এলাকায় টহলের জন্য পাঠানো হবে।

এদিকে, অ্যারিজোনা অঙ্গরাজ্যও আগামী সপ্তাহে সীমান্তে ১৫০ সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। নিউ মেক্সিকো ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকেও টেক্সাস এবং অ্যারিজোনার মতো পদক্ষেপ নিতে বলা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিরোধী কঠোর নীতিমালার অংশ হিসেবে শুক্রবার তার পরিকল্পনার কথা জানান।

ট্রাম্প জানিয়েছেন, সীমান্তে তার প্রস্তাবিত দেয়াল নির্মিত না হওয়া পর্যন্ত মেক্সিকো লাগোয়া অঞ্চলগুলোয় ন্যাশনাল গার্ডের চার হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে।

সূত্র: বিবিসিসাতদিনের সেরা