kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

বিশ্বের দ্রুততম মিসাইল ব্রহ্মসের সফল উৎক্ষেপণ করল ভারত!

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৮ ১৪:৩৫ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বের দ্রুততম মিসাইল ব্রহ্মসের সফল উৎক্ষেপণ করল ভারত!

প্রতিরক্ষা গবেষণায় বড়ধরনের সাফল্য অর্জন করল ভারত৷ ২৯০ কিলোমিটার পাল্লার সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর সফল উৎক্ষেপণ করেছে দেশটি। এই ক্ষেপণাস্ত্রকে বলা হচ্ছে বিশ্বের দ্রুততম 'সুপারসোনিক ক্রুজ' মিসাইল। বৃহস্পতিবার সকালে রাজস্থানের পোখরান থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়৷

জানা গেছে, রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারত৷ ব্রহ্মসের রেঞ্জ ৪০০ কিমি পর্যন্ত বাড়ানো সম্ভব৷ তবে এর গতি আরও বাড়াবে ভারত৷

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন এই সাফল্যের জন্য ডিসেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অগানাইজেশনকে অভিনন্দন জানিয়েছেন৷ 

এই মিসাইলের সমান গতির কোনো মিসাইল এই মুহূর্তে বিশ্বে নেই। গতি কিংবা ক্ষমতায় বর্তমানে বিশ্বের সব থেকে শক্তিশালী মিসাইল এটি। 

রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারত এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে৷ ব্রহ্মপুত্র ও মোস্কভা নদীর নাম অনুযায়ী এই মিসাইলের নাম রাখা হয় ব্রাহ্মোস৷ দৃশ্যমানতার বাইরে অপারেশন চালাতে সক্ষম ব্রহ্মস। অত্যন্ত ক্ষমতাশালী প্রতিরক্ষা বলয়কেও ভেঙে ফেলতে পারবে এই মিসাইল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভিসাতদিনের সেরা