kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

মার্কিন ড্রোন হামলা: ২০ তালেবান জঙ্গি নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৮ ১২:১৬ | পড়া যাবে ১ মিনিটেমার্কিন ড্রোন হামলা: ২০ তালেবান জঙ্গি নিহত

মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে অন্তত ২০ তালেবান জঙ্গি নিহত হয়েছেন। নিহতরা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান(পাকিস্তান)-এর সদস্য বলে জানা গেছে। এই হামলায় তালেবানের এক প্রশিক্ষকও নিহত হন। 

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংলগ্ন কুনার প্রদেশে ওই ড্রোন হামলা চালানো হয়। এই এলাকায় তেহরিক-ই-তালেবানের একাধিক শিবির রয়েছে। এই শিবিরে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়। ড্রোন হামলায় শিবিরগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

জানা গেছে, শিবিরগুলি লক্ষ্য করে পরপর পাঁচটি মিসাইল নিক্ষেপ করা হয়। সেসময় জঙ্গিদের প্রশিক্ষণ চলছিল। এই ড্রোন হামলায় প্রশিক্ষকসহ ২০ জঙ্গির মৃত্যু হয়েছে। তেহরিক-ই-তালেবান প্রধান ফাজালুল্লার ছেলে আবদুল্লাহও এই ড্রোন হামলায় নিহত হয়েছেন। 

চলতি মাসে তেহরিক-ই-তালেবানের ওপর দ্বিতীয়বারের মতো হামলা চালালো যুক্তরাষ্ট্র।

সূত্র: জি-নিউজসাতদিনের সেরা